রাজধানী

আর নয় বছরজুড়ে খোঁড়াখুঁড়ি, ঢাকার দুই মেয়রের হুঁশিয়ারি

  প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ১:৩৭:৩৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ অনলাইন:

চাইলেই আর যখন-তখন সেবা সংস্থাগুলোকে সড়ক খোঁড়ার অনুমতি দেবে না ঢাকার দুই সিটি করপোরেশন। দুই মেয়র বলছেন, এবার আর কাজের আগে নয়, বরং অনুমতি নিতে হবে প্রকল্প হাতে নেয়ার আগে। এর ব্যতিক্রম হলে পরিণাম ভালো হবে না বলেও কঠোর হুঁশিয়ারি তাদের।

ঢাকার দুই সিটি করপোরেশনে প্রতি বছর সেবা সংস্থাগুলোর খানাখন্দের আবেদন জমা পড়ে হাজার, হাজার। এর বিপরীতেই চলে বছরজুড়ে খোঁড়াখুঁড়ি। বারবার আওয়াজ তুলেও সমন্বয়ে বাঁধা যাচ্ছে না সেবা সংস্থগুলোকে। এ ক্ষেত্রে অসহায় খোদ নগর কর্তৃপক্ষ। ফলাফল নিত্যদুর্ভোগ।

তবে যখন তখন চাইলেই কেন অনুমতি দিতে হবে। এমন প্রশ্নের জবাবে নগরকর্তারা বলছেন, এবার আর শেষবেলায় অনুমতি নয়, প্রকল্প অনুমোদনের আগেই চাইতে হবে অনুমতি।

মেয়র আতিকুল ইসলাম বলেন, কাজ শুরু করার আগের দিন বললে ম্যাসেজ কিন্তু পুরো ক্লিয়ার, আমরা তাদের কোনো অনুমতি দেব না।

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমি আশাবাদী অচিরেই সমন্বয়হীনতা থেকে মুক্ত হতে পারব।

আর টালবাহানা নয়, দুই মেয়রের হুঁশিয়ারি, কঠোর হচ্ছেন তারা। এ ছাড়া নির্ধারিত সময়ে কাজ শেষ করার ক্ষেত্রেও গুরুত্ব দিচ্ছেন নগরকর্তারা।

আরও খবর

Sponsered content