প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২০ , ৭:৩০:১৯ প্রিন্ট সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি : নভেল করোনা (কভিড–১৯) পরিস্থিতি বিবেচনায় শেরপুরের নকলা উপজেলা পরিষদের প্রাক্তন মহিলা ভাইস চেয়ারম্যন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামীলীগের সহ–সভাপতি, নকলা উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ত্রিশাল বার্তার সাবেক সাংবাদিক ২০০৪ সালে গ্র্যানেড হামলায় আহত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১০ লাখ টাকা অনুদান পেয়েছিলেন।
সেই টাকার সঞ্চয় হিসেবে জমা টাকা/ নিজস্ব তহবিল হতে ২লাখ টাকার একটি চেক জেলা প্রশাসক শেরপুর বরাবরে করোনা তহবিলে জমা করেন। ২৪ এপ্রিল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় শেরপুরে হাজির হয়ে ২ লাখ টাকার একটি চেক প্রদান করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন নকলা ইউএনও জাহিদুর রহমান, চ্যানেল আই সাংবাদিক আব্দুল হাকিম বাবুল, সময় টিভির প্রতিনিধি শহিদুল ইসলাম হিরা, দশকাহুনিয়া স্টাফ রিপোর্টার জুবায়দুল ইসলাম, নকলা প্রেসক্লাবের সম্পাদক ইউসুফ আলী মন্ডল।