ঢাকা

আশুলিয়ায় ডেঙ্গুজ্বর প্রতিরোধে র‍্যালী ও আলোচনা সভা

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২৪ , ৬:৫৫:২২ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় ডেঙ্গুজ্বর প্রতিরোধে র‍্যালী ও আলোচনা সভা

ঢাকার আশুলিয়া ফার্মাসিস্ট এন্ড কেমিস্টস এসোসিয়েশনের উদ্যোগে ডেঙ্গুজ্বর প্রতিরোধে জন সচেতনতামূলক র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

শনিবার দুপুরে আশুলিয়ার জামগড়া ফুড ফেয়ার থাই চাইনিজ রেষ্টুরেন্টে এই আলোচনা সভার আয়োজন করা হয়। 

আতঙ্ক নয়,”সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধে প্রধান উপায়” এই স্লোগানকে সামনে রেখে ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক একটি র‍্যালী মহাসড়ক প্রদক্ষিণ করে ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টের সামনে গিয়ে শেষ হয়। এরপরে দিক নির্দেশনা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি (বিসিডিএস) আশুলিয়া থানা উপ-শাখা’র সভাপতি মো.জহিরুল ইসলাম খান লিটনের উপস্থিতিতে আয়োজিত সভার সভাপতিত্ব করেন আশুলিয়া ফার্মাসিস্ট এন্ড কেমিস্টস এসোসিয়েশনের সভাপতি মো.শরিফুল ইসলাম পাঠান।

সংঠনটির সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মো: তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো.জাহিদ হাসান শিকদার ও মানিকগঞ্জ পাড়ার মসজিদুল কুবার খতিব মাওলানা মো.সাদেকুর রহমান।

সংগঠনটির সদস্যবৃন্দ সহ আরো অনেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জহিরুল ইসলাম খান লিটন বলেন, সাভার ও আশুলিয়াসহ বাংলাদেশের প্রায় প্রতিটি জায়গাতেই ডেঙ্গুর প্রকোপ অধিক মাত্রায় বেড়ে গিয়েছে। ডেঙ্গুজ্বরে বিশেষ করে ছোট বড় সবাই আক্রান্ত হচ্ছে। আমাদের সহকর্মী-পল্লী চিকিৎসক অধিকাংশই এই ভয়াবহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলো। তাই এই ডেঙ্গু থেকে বাঁচতে আমাদের নিজ এরিয়াতে আমরা সাংগঠনিকভাবে ডেঙ্গু সচেতনতায় কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছি। ডেঙ্গু প্রতিরোধে সেই সাথে সবাইকে এগিয়ে আসতে হবে বলেও তিনি আহবান জানান।

আরও খবর

Sponsered content