ঢাকা

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

  আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৫ , ৪:২৯:২৫ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

ঢাকার সাভারের আশুলিয়ায় পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এঘটনায় ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। 

সোমবার সকাল  ১১ টা ৪০ মিনিটের দিকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের জামগড়া সংলগ্ন এলাকায় কারখানাটিতে এই আগুনের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও কোন হতাহতের খবর পাওয়া যায় নি। 

আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা জানায়, কারখানায় প্রায় ৪ হাজার ১০০ জন শ্রমিক কাজ করেন। কারখানার দ্বিতীয় তলায় আনুমানিক ১১ টা ৪০ মিনিটের দিকে আগুনের উপস্থিতি টের পায় কর্মরত শ্রমিকরা। সাথে সাথে আগুন লাগার সংবাদ পুরো কারখানায় ছড়িয়ে পরে। তাৎক্ষণিক কারখানার সকল গেট খুলে দিয়ে সকল শ্রমিকদের বের করে দেয় কতৃপক্ষ। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পলমল গ্রুপের আয়েশা ক্লথিং লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সংবাদ পায়ে ১২ টা ১৯ মিনিটে। ১২ টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট। 

জিড়াবো ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সবুজ ইসলাম বলেন,’আমাদের স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি বিস্তারিত পরে জানানো হবে। 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, ডিইপিজেড ফায়ার সার্ভিস ওই কারখানায় আগুনের খবর পায় ১২ টা ১৯ মিনিটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় জিরাবো ফায়ার সার্ভিসের আরও ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে। 

এবিষয়ে ফায়ার সার্ভিস জোন-৪ এর উপ-পরিচালক আলাউদ্দিন বলেন, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি, জিরাবো ফায়ার সার্ভিসের ৩ টিসহ মোট ৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করছে।

আরও খবর

Sponsered content