প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৪ , ৬:১৭:৫৬ প্রিন্ট সংস্করণ
আশুলিয়ায় অভিযান চালিয়ে ৩৫ বোতল বিদেশী মদসহ দুই মাদককারবারীকে আটক করেছেন পুলিশ।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক
(এসআই) মাসুদ আল মামুন। এরআগে সোমবার রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার শিমুলগুচি এলাকার মৃত আলী হোসেন এর ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩০) এবং আশুলিয়া থানার গেরুয়া সন্দীপ এলাকার মোঃ নবীর ছেলে মোঃ হাবিবুর রহমান হবি (৩৪)। সাদ্দাম হোসেন আশুলিয়ার ডেন্ডাবর মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মাসুদ আল মামুন বলেন, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আশুলিয়ার নবীনগর এলাকার সেনা শপিং কমপ্লেক্স এর পূর্ব পাশে ফুটওভার ব্রীজের নিচে নবীনগর-ঢাকা রাস্তার পাশে কতিপয় মাদক কারবারিরা মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাদ্দাম ও হাবিবুর নামে দুই মাদককারবারীকে আটক করি। আটককালে সাদ্দাম হোসেন এর কাছে থাকা একটি চটের বস্তা থেকে ৩০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এবং হাবিবুর রহমান হবির কাছে প্লাস্টিকের বাজারের ব্যাগে ৫ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।