ঢাকা

আশুলিয়ায় হত্যাকাণ্ডের প্রধান আসামী গ্রেপ্তার

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৪ , ৬:০৭:০২ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় হত্যাকাণ্ডের প্রধান আসামী গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় রাসেল হত্যাকাণ্ডের প্রধান আসামী আব্দুল মতিনকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছেন পুলিশ। হত্যার পর আশুলিয়া থেকে আত্মগোপন করে পটুয়াখালী চলে যায় মতিন। সেখানে গোয়েন্দা সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে এসব তথ জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক।

এর আগে গতকাল রাতে পটুয়াখালী জেলার মহিপুর থানার আলিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় আনা হয়।

গ্রেপ্তার আবদুল মতিন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন চরচালা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। নিহত রাসেল সিরাজগঞ্জের গারামাসি এলাকার বাবুল সরকারের ছেলে।

পুলিশ জানায়, নিহত রাসেলের কাছ থেকে চাকরী দেয়ার নামে প্রায় ৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় মতিন। গেল অক্টোবর মাসে মতিনকে খুঁজে পেয়ে আশুলিয়ায় খালুর বাসায় নিয়ে আসে রাসেল। একই ফ্লাটে রাত্রি যাপন করে তারা। সেদিন ভোরে বাকবিতন্ডার একপর্যায় রাসেলকে হত্যা করে পালিয়ে যায় মতিন।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, টাকা লেনদেন নিয়ে গত ১২ই অক্টোবর ভোরে রাসেলকে হত্যা করে পালিয়ে যায় মতিন। পরে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যর ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে পুটুয়াখালী থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা সদস্য পরিচয়ে সেখানে আত্মগোপনে থেকে প্রতারনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে মতিন। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content