প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২০ , ৬:৫৬:০২ প্রিন্ট সংস্করণ
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক সংগঠন সমূহের উদ্যোগে শ্রমিক নেতা আমিনুল ইসলাম শামার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাকাল ১০ টায় আশুলিয়া প্রেসকøাবে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন। স্মরণ সভায় আমিনুল ইসলাম শামার জীবণ আদর্শ ও শ্রমিক রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন শ্রমিকদের অধিকার আদায়ে তিনি ছিলেন আপোসহীন। ন্যায়নীতিতে তাকে মহান করেতুলেছিল শ্রমিক রাজনীতি অঙ্গনে। আজ শামার দেহ নেই কিন্তু তার আদর্শ ও চেতনা আমাদের মাঝে বিদ্যমান। শামা ভাইয়ের নীতি, আদর্শ যদি বুকে ধারণ করে সকলে ঐক্যবদ্ধ ভাবে শ্রমিক স্বার্থ রক্ষায় কাজ করি তাহলেই শ্রমিক শ্রেণির মানুষের মুক্তি মিলবে। শ্রমিক নেত্রী তাসলিমা আক্তার লিমা বলেন, শাম ছিলেন গার্মেন্টস শ্রমিক সংহতি সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তিনি ১২বছর গার্মেন্টস সেক্টরে কাজ করেছেন। তিনি শ্রমিকের কষ্ট বুকে ধারণ করেই শ্রমিক থেকে শ্রমিক নেতা হয়েছিলেন এবং আমৃত্যু শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলন করে গেছেন। গত ১৭ আগস্ট হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেন। সিরাজগঞ্জের কাজীপুরে নিজ বাসভবনে তাকে সমাহিত করা হয়। সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয় এবং তোবারক বিতরণ করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট এম এ আওয়াল, শ্রমিক নেতা সারোয়ার হোসেন, গার্মেন্টস শ্রমিক সংহতির সভা প্রধান তাসলিমা আক্তার লিমা, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি, বাহারানে সুলতান বাহার, সৌমিত্র কুমার দাস, মুঞ্জুরুল ইসলাম মঞ্জু, আনিসুর রহমান, ইসমাইল হোসেন ঠান্ডু, দেলোয়ার হোসেন, শ্রমিক নেতা শাহ-আলম প্রমুখ।