ঢাকা

আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নবগঠিত কমিটির শপথ ও অভিষেক

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২২ , ৬:৫৯:১৫ প্রিন্ট সংস্করণ

সাভার প্রতিনিধিঃ

আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইয়ারপুর ১নং জোনের নবগঠিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকার টার্নিং পয়েন্ট স্কুল এন্ড কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন জয় উপস্থিত থেকে সভাপতি মোঃ শুয়াইবুর রহমান শুয়াইব ও সাধারণ সম্পাদক আবু তাহের সহ ২৫ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান।

প্রধান বক্তা সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জহীরুল ইসলাম লিটনের উপস্থিতিতে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাজাহান সুজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি মেহেদী হাসান মিঠু, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহম্মেদ ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ লেবুবুর রহমান।

এছাড়া আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান ও দপ্তর সম্পাদক নিহার রায়সহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content