প্রতিনিধি ১২ মে ২০২০ , ৬:২২:৪৭ প্রিন্ট সংস্করণ
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নতুন করে আরও তিন ব্যক্তির শরীরে (কোভিড–১৯)-এ করোনাভাইরাস (পজেটিভ) শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে উপজেলার স্থানীয় দুপ্তারা এলাকার একজন, খাগকান্দা ইউনিয়নের নয়নবাদ এলাকার একজন ও মাহমুদপুর ইউনিয়নের একজন। এনিয়ে প্রাণঘাতি ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮জনে।
মঙ্গলবার দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার–পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়মা আফরোজ ইভা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত ব্যক্তির নমুনা সংগ্রহের পর আইইডিসিআরে পাঠানো হয়েছিল। প্রাপ্ত রিপোর্টে তাদের দেহে করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
এ পর্যন্ত ১৪জন সুস্থ হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী ৫১১ জনের নমুনা (শ্যাম্পল) সংগ্রহ করা হয়েছে। প্রসঙ্গত. ৮এপ্রিল এই উপজেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন একনারী।