প্রতিনিধি ২৬ মে ২০২০ , ৪:৪৪:১৪ প্রিন্ট সংস্করণ
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নতুন করে আরো ২১জনের শরীরে (কোভিড-১৯) করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮জনে। আজ মঙ্গলবার বিকাল ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার দাশ গুপ্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্টে তাদের দেহে করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। ডা. উত্তম কুমার দাশ গুপ্ত জানান, এ পর্যন্ত ৯০৬ জনের নমুনা (শ্যাম্পল) সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত ৯৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তন্মধ্যে ৩০ জন সুস্থ হয়েছেন বলে জানান তিনি।