আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫ জন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে উপজেলা প্রকৌশলী ও একজন স্বাস্থ্য পরিদর্শক রয়েছেন।
এছাড়াও পাঁচবাড়িয়া গ্রামের আঠারো বয়সের তরুণীসহ প্রভাকরদী গ্রামের সত্তর ও সাতচল্লিশ বয়সের দুইজন পুরুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে আড়াইহাজারে করোনাভাইরাসে আক্রান্ত ১৯ জন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার দাশ গুপ্ত জানান, উপজেলা প্রকৌশলী ও একজন স্বাস্থ্য পরিদর্শক ৫ জনের নমুনা সংগ্রহ করে গত ২৩ এপ্রিল আইইডিসিয়ারে প্রেরণ করা হয়। মঙ্গলবার সকালে সেখানে তার করোনা ভাইরাস পজিটিভ আসে।