ঢাকা

আড়াইহাজারে কেরাম খেলা নিয়ে মা ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা

  প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২০ , ৫:১১:৫০ প্রিন্ট সংস্করণ

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কোরাম খেলাকে কেন্দ্র করে মা ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। সোমবার সকালে আড়াইহাজার থানায় প্রদত্ত এক অভিযোগের মাধ্যমে এ সংবাদ পাওয়া যায়।

ঘটনার বিবরণে অভিযোগের বাদী উপজেলার উচিৎপুরা ( রাইপুরা) গ্রামের শাহিদা জানান, শনিবার সন্ধ্যায় তার ভাই মাজহারুল ইসলাম (২০) এর সঙ্গে পাড়ার মৃত রাজ্জাকের ছেলে শামিম (২৫) এর ঝগড়া হয়।

একে কেন্দ্র করে ওই দিনই সন্ধ্যায় তার মা মরিয়ম (৪৫) এবং ভাই মাজহারুল ইসলাম কে বাড়ীর কাছে রাস্তায় আটকিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে শামিম ওতার সহযোগি মোন্তাজউদ্দীন গং। এ ব্যাপারে এলাকায় বিচার চেয়ে বিচার পেতে র্ব্য্থা হয়ে তিনি আড়াইহাজার থানায় ৩ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দেন।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মোঃ শওকত হোসেন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেন।

আরও খবর

Sponsered content