প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২০ , ৪:০৭:০৪ প্রিন্ট সংস্করণ
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গনপিটুনীতে গুরুতর আহত চোর ইব্রাহীম (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বৃহষ্পতিবার (২৩ এপ্রিল ) রাতে বৈলারকান্দী গ্রামের আল আমিন ও হারুনের এর বাড়ীতে সিঁধ কেটে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরে ইব্রাহীম । পরে তাকে গণপিটুনী দিয়ে মারাত্মক ভাবে আহত করে পুলিশে সোপর্দ করা হয়।
উক্ত চোর আড়াইহাজার থানা পুলিশের হেফাজতে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি ছিল। তার অবস্থা গুরুতর বিধায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। সে উপজেলার গাজীপুরা গ্রামের মৃত সাহাজউদ্দীনের ছেলে। এ ব্যাপারে আড়াইজারথানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।