প্রতিনিধি ৮ নভেম্বর ২০২০ , ৪:৪৫:০৬ প্রিন্ট সংস্করণ
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহষ্পতিবার ভোররাতে গনপিটুনীতে নিহত ডাকাতের পরিচয় মিলেছে। নিহত ডাকাত চাঁদপুর জেলার মতলব (উত্তর) থানার মান্দারতলি গ্রামের রিয়াজউদ্দীন আহাম্মেদের ছেলে আমি উদ্দীন ওরফে আমিন (৩৫)। আড়াইহাজার থানার উপ- পরিদর্শক ( এস আই) পলাশ কান্তি রায় খোঁজ খবর নিয়ে তার পরিচয় নিশ্চিত করেছেন বলে জানান।
এর আগে বৃহষ্পতিবার ভোর রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলম্দীতে অবস্থিত কবি বেনজির আহাম্মেদের বাগানবাড়ী এলাকায় রাস্তায় ডাকাতি করার সময় উত্তেজিত জনতা তাকে ধরে গনপিটুনী দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা করে এবং লাশ ময়নাতদন্তের পর নিহতের পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসেবে আড়াইহাজার পৌর কবরস্থানে দাফন করে ফেলে। পরে পুলিশ তদন্ত করে নিহতের নাম ঠিকানা জোগাড় ও প্রকাশ করে।