প্রতিনিধি ২৮ জুন ২০২০ , ৬:১১:০০ প্রিন্ট সংস্করণ
আড়াইহাজার প্রতিনিধি : আড়াইহাজারে তাসলিমা নামে এক নারী ইউপি সদস্যকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা গ্রহণ করছে না বলে অভিযোগ উঠেছে।
এনিয়ে এলাকায় মিশ্র পতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারী কালাপাহাড়িয়া ইউনিয়নের ৭,৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী সদস্য। ২৪ জুন সন্ধ্যা ৭টায় এই ঘটনা ঘটলেও বিভিন্ন কারণে তিনি থানায় অভিযোগ দিতে পারেনি।
রোববার তিনি মোবাইল ফোনে জানান, কদমীরচর এলাকায় তার মেয়ের বাড়িতে তিনি ২৪ জুন সন্ধ্যা ৭টার দিকে বেড়াতে যাচ্ছিলেন। পথে তাকে একা পেয়ে পূর্বশক্রতার জেরে কদমীরচর এলাকার শহিদের ছেলে ছাত্তার সহ আরো কয়েক জনে মিলে রড দিয়ে তাকে পেটাতে থাকে। এ সময় তিনি চিৎকার দিলে তারা তার পেটে লাথি মেরে তাকে মাটিতে ফেলে দেয়। এতে ঘটনাস্থলে তার প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় তার কাছে থাকা বিভিন্ন মূল্যবান সাগ্রমী ও নগদ ৭০ হাজার টাকা তারা লুটে নেয়।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।