প্রতিনিধি ৫ জুলাই ২০২০ , ৮:২৭:১৪ প্রিন্ট সংস্করণ
আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রিনীবাদী এলাকার বাছেদের মেয়ে আরিফা (৬) ও একই এলাকার মালয়েশিয়া প্রবাসী কাউসারের মেয়ে সুমাইয়া (৪)। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে বাড়ির পাশে একটি পুকুর থেকে তাদের ভাসমান দেহ উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত ডা. তাদের মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৃত শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুরে প্রতিবেশী সহপাঠী দুই শিশু বাড়ির কিছু অদূরে একটি পুকুরের পাশে মাঠে খেলা করছিল। তারা হঠ্যাৎ নিখোঁজ হয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে পুকুরে তাদের দেহ ভেসে উঠে। পরে তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নেয়া হয়। পরে জরুরি বিভাগে দায়িত্বরত ডা. হাসমত উল্লাহ তাদের মৃত ঘোষণা করেন।