প্রতিনিধি ১৩ মে ২০২০ , ৪:০০:৫৬ প্রিন্ট সংস্করণ
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পেটে রড ঢুকে সাদেক আলী (৩৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার গৌরিপুর থানাধীন কাউরা এলাকার রাশেদের ছেলে।
জানা গেছে, তিনি উপজেলার স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় একটি বাড়িতে বিল্ডিংয়ের নির্মাণ কাজ করছিলেন। বুধবার বেলা পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। অসাবধানতা বশত মাচা থেকে তিনি পড়েন যান। নিচে নির্মাণাধীন রড তার পেটে ঢুকে যায়। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মোশারফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।