ঢাকা

আড়াইহাজারে বিষ পানে মহিলার আত্মহত্যা

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২০ , ৫:০২:৪৪ প্রিন্ট সংস্করণ

প্রতিকী ছবি

আড়াইহাজার (নারায়নগঞ্জ) প্রতিনিধি:

নারায়নগঞ্জের আড়াইহাজারে শিরিন আক্তার (৪২) নামে ৪ সন্তানের জননী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চামুরকান্দী গ্রামে বুধবার সকালে। আড়াইহাজার থানার উপ:পরিদর্শক (এস আই) মঞ্জুর জানান, ওই গ্রামের মৃত: শামসুল হক ওরফে সুরুজ মিয়ার মেয়ে উক্ত শিরিন আক্তারের গত প্রায় ২০ বছর আগে বিয়ে হয় নরসিংদীর মাধাবদী থানার নুরালাপুর গ্রামের রহম আলীর ছেলে মনির হোসেনের সঙ্গে।

সম্প্রতি শিরিনের ভাই আয়নাল হক তার স্বামী মনিরের কাছ থেকে ২০ হাজার টাকা কর্জ আনে।

এ টাকার জন্য মঙ্গলবার বিকেলে স্ত্রীকে ভাইয়ের বাড়ীতে পাঠায়। কিন্তু ভাই আয়নাল হক টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামীর কাছে মুখ দেখাতে পারবেনা এ দুঃখে সে মঙ্গলবার বিকেলে সবার অলক্ষে বিষপান করে। বুধবার সকালে বিষক্রীয়া শুরু হলে হাসপাতালে নেয়ার আগেই শিরিন আক্তার মারা যায়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী এবং ভাই দুজনেই পলাতক রয়েছে।

আরও খবর

Sponsered content