প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২০ , ২:০৩:২৭ প্রিন্ট সংস্করণ
নারায়নগঞ্জের আড়াইহাজারে ৪২পয়েন্ট জায়গার মালিক হয়ে মতোয়াল্লী আলমগীর হোসেন ৫৬শতাংশ অনুদানের ঘোষনা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অলি-ওয়ারিশগন।
জানা যায়, গত ৮সেপ্টেম্বর উপজেলার খাগকান্দা ইউনিয়নের সম্ভুপুরা গ্রামের মাওলানা ফকরুল ইসলামের জানাজায় ওই গ্রামের ব্যবসায়ী আলমগীর হোসেন সবু মোল্লা ওয়াকফ স্ট্যাটের ৪২ পয়েন্ট জায়গার ওয়ারিশ হয়ে মাদ্রাসা করার জন্য ৫৬ শতাংশ জায়গার অনুদানের ঘোষনা দেন।
সবুু মোল্লা ওয়াকফ স্ট্যাটের একজন ওয়ারিশ তুহিন মোল্লা জানান, আলমগীর মোল্লা যে ৫৬ শতাংশ জায়গা অনুদানের ঘোষনা দেন এর ওয়ারিশ রয়েছে প্রায় ৬৬ জন। ওয়ারিশ গনের সাথে তিনি কোন আলাপ আলোচনা না করে তিনি যে অনুদানের ঘোষনা দেন এ নিয়ে ওয়ারিশ গনের মাঝে ক্ষোভ এবং বিভেদের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেন জানান, আমি সবু মোল্লা ওয়াকফ স্ট্যাটের মোতোয়াল্লী হিসেবে ও দলিল মূলে তিন ভাগের এক ভাগ সম্পত্তি যে কোন প্রতিষ্ঠানে দান করার ক্ষমতা রয়েছে। ওই হিসেব অনুযায়ী আমি অনুদানের ঘোষনা দিয়েছি।