বাংলাদেশ

‘আ.লীগ ক্ষমতায় না থাকলে নিত্যপণ্যের জন্য মারামারি হতো’

  প্রতিনিধি ১৭ মে ২০২২ , ৬:২৩:১৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। অন্য কেউ ক্ষমতায় থাকলে রাজপথে মারামারি হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) সূচনা বক্তব্যে বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব অর্থনীতি মন্দার মধ্য দিয়ে যাচ্ছে বলে জনগণের অর্থ ব্যয়ে আমাদের সতর্ক থাকতে হবে। করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বের সব দেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করেছে। বিশ্বব্যাপী নিত্যপণ্যের দাম, মুদ্রাস্ফীতি বাড়ছে। ফলে আমদানি পণ্যের দাম বাড়ানো হয়েছে। যেখানে যুদ্ধ চলছে সেখানে পরিবহন খরচ (নৌযান ভাড়া) বাড়ানো হয়েছে, উৎপাদন কমেছে।

আন্তর্জাতিক কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো হয়েছে, এটা জনগণকে জানাতে হবে। সেই সাথে সবকিছু ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সরকার দেশের উর্বর জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বাড়াতে হবে।

 

আরও খবর

Sponsered content