খেলাধুলা

ইংল্যান্ডের লক্ষ্য ‘তৃতীয়’ ফাইনাল, ভারতের ‘প্রতিশোধ’

  প্রতিনিধি ২৭ জুন ২০২৪ , ৩:১১:৪৭ প্রিন্ট সংস্করণ

ইংল্যান্ডের লক্ষ্য ‘তৃতীয়’ ফাইনাল, ভারতের ‘প্রতিশোধ’

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেই ‘অঘোষিত’ ফাইনাল দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। যেখানে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। গেল আসরের সেমিফাইনালেও কাকতালীয়ভাবে মুখোমুখি হয়েছিল এই দুই দল। তাতে ভারতকে হারিয়ে ফাইনালে পা রেখেছিল ইংল্যান্ড। এবার সেই প্রতিশোধ নিতে মরিয়া ভারত। এদিকে দ্বিতীয় ফাইনালের লক্ষ্যে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) দ্বিতীয় সেমিফাইনালে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। 

ইংল্যান্ডের সামনে সুযোগ শিরোপা ধরে রাখার। গত অস্ট্রেলিয়া বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে দলটি। এর আগে ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল থ্রি লায়ন্সরা। এবার জিতলে তিন শিরোপায় ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে পৌছে যাবে।  সেই লক্ষ্যেই এগোচ্ছে তারা।

গ্রুপ পর্বে ইংল্যান্ডের শুরুটা ভালো ছিলো না। সুপার এইটে উঠেই বাজিমাত। ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্রের সাথে বড় জয় তুলে বর্তমান চ্যাম্পিয়নরা টিকে আছে শিরোপা ধরে রাখার মিশনে। আজ ভারতকে হারালে টানা দ্বিতীয়বারের মতো উঠে আসবে ফাইনালে। 

এদিকে ভারত আছে শিরোপা পুনরুদ্ধারের মিশনে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই শিরোপা জিতেছিল দলটা। সেই সঙ্গে গেল আসরে হারের প্রতিশোধ নিয়ে মুখিয়ে রোহিত শর্মার দল। সেই লক্ষ্যে খুব ভালোভাবেই আছে তারা। অপরাজিত থেকেই উঠে এসেছে শেষ চারে।

এর আগে সমান পাঁচবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত ও ইংল্যান্ড। যেখানে ইংলিশরা ফাইনালে খেলেছে তিনবার, বিপরীতে ভারত ফাইনালে পৌঁছেছে দুইবার। এবার দুই দলের সামনেই সুযোগ সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার।

দুই দল এর আগে টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ২৩ বার। যেখানে লড়াই হয়েছে সমানে সমানে। কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। ইংল্যান্ডের জয় যেখানে ১১ ম্যাচে, ভারত জিতেছে একটা বেশি ১২ বার। বিশ্বকাপে চারবারের দেখায় জয় সমান দু’টি করে।

আরও খবর

Sponsered content