রাজশাহী

ইউএনওর হস্তক্ষেপে গ্রামবাসীর ভোগান্তি লাঘব

  প্রতিনিধি ৮ জুলাই ২০২০ , ৮:০৮:২০ প্রিন্ট সংস্করণ

ইউএনওর হস্তক্ষেপে গ্রামবাসীর ভোগান্তি লাঘব

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শাইলট্টি হিন্দুপাড়ায় যাতয়াতের রাস্তার পাশে পুকুরের বাঁধ দেওয়ায় বর্ষার পানিতে রাস্তাটি প্রচন্ড কাদাযুক্ত ও পিচ্ছিল হয়। ফলে গ্রামবাসীদের চলাচলে বহু কষ্ট পোহাতে হয়। সরেজমিনে দেখা যায়, ওই রাস্তার উপর দিয়ে উচু এলাকার বর্ষার পানি নিচু এলাকায় নেমে যায়। ছয় মাসে আগে এলাকার কুতুব উদ্দিন রাস্তা বরাবর পুকুরের পাড় বাঁধায় বর্ষার পানির পথবন্ধ হয়। এতে তাদের বাড়িঘরে পানি উঠে ও রাস্তাটিও পানিতে ডুবে যায়। বিষয়টি স্থানীয় মেম্বার, চেয়ারম্যান ও পুকুর মালিককে বহুবার বলেও কাজ না হওয়ায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেন। নির্বাহী অফিসার পুকুর মালিককে বর্ষার পানি নেমে যাওয়ার বিকল্প ব্যবস্থা করতে বললে তিনি পাইপের মাধ্যমে পানি নিস্কাশনের ব্যবস্থা করেন। ফলে গ্রামবাসীর ভোগান্তির অবসান হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, গ্রামবাসীর আবেদনের প্রেক্ষিতে পুকুর মালিককে সমস্যা সমাধানের ব্যবস্থা করতে বললে নিজ খরচে তিনি মিটিয়ে ফেলেন।

আরও খবর

Sponsered content