প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৪ , ৮:১৫:১৯ প্রিন্ট সংস্করণ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা মোতায়েনের কারণ হিসেবে আবারও ‘নব্য-নাৎসি স্বৈরাচার’ থেকে রুশ ভাষাভাষীদের রক্ষার কথা উল্লেখ করেছেন। ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এই বক্তব্য দেন। ভাষণে পুতিন জানান, মস্কোর নির্ধারিত সব লক্ষ্য অর্জিত হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমাদের পক্ষে সত্য রয়েছে। আমরা আমাদের সন্তান-নাতিদের জন্য নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ রক্ষায় লড়াই করছি।
পুতিন দাবি করেন, কিয়েভের ‘নব্য-নাৎসি’ সরকার রুশ ভাষাভাষীদের ‘তাদের ঐতিহাসিক মাতৃভূমি রাশিয়া থেকে চিরতরে বিচ্ছিন্ন’ করার ষড়যন্ত্র করছে। ইউক্রেন ও তার মিত্ররা এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
পুতিন আরও অভিযোগ করেছেন যে, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে একটি সামরিক উপনিবেশে পরিণত করে রাশিয়ার বিরুদ্ধে ক্ষোভ ছড়াচ্ছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ২০১৪ সালের মতোই ইউক্রেনকে নতুন যুদ্ধে উসকে দিতে পশ্চিমারা অস্ত্র সরবরাহ করছে।
এদিকে, ইউক্রেন জানিয়েছে, সোমবার রাতে রাশিয়া কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ হামলাই প্রতিহত করেছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো জানিয়েছেন, ড্রোনের ধ্বংসাবশেষ একটি আবাসিক ভবনের কাছে পড়ে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ৭৩টি ড্রোন ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ইউক্রেনে নিক্ষেপ করেছে রাশিয়া। এর মধ্যে ৬৭টি ড্রোন ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। মাইকোলাইভ অঞ্চলে ড্রোন হামলায় একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেপ্টেম্বর মাসজুড়ে ইউক্রেনের বিভিন্ন স্থাপনা, বিশেষ করে বিদ্যুৎ, সামরিক ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে রাশিয়া। তবে মস্কো বারবার দাবি করেছে, ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো বৈধ সামরিক লক্ষ্যবস্তু এবং তারা বেসামরিকদের ওপর হামলা চালায় না।
রুশ হামলা থেকে ইউক্রেনের শহরগুলোকে রক্ষার জন্য পশ্চিমা দেশগুলোকে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।