বাংলাদেশ

ইন্টারনেটে প্রচারণা চালাচ্ছে জঙ্গিরা -ডিএমপি কমিশনার

  প্রতিনিধি ১ জুলাই ২০২০ , ৮:২৫:৪৭ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, করোনার পরিস্থিতিতে জঙ্গি সংগঠনগুলো লোন-উলফ (একাকি) হামলার জন্য সদস্যদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। ইন্টারনেট ব্যবহার করে তারা ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে। গুলশানে হলি আর্টিজানে নৃশংস হামলার চার বছর উপলক্ষে আজ বুধবার সকালে ঘটনাস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, করোনাকালে মানুষ ধর্মীয় সাইটগুলোতে বেশি ভিজিট করছেন। এটার সুযোগ নিয়ে জঙ্গি সংগঠনগুলোর সদস্যরা ইন্টারনেট ব্যবহার করে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে। লোন-উলফ হামলার জন্য তারা সংগঠনের সদস্যদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, আল্লার রহমতে এখন পর্যন্ত আমরা জঙ্গিবাদকে প্রতিহত করতে পেরেছি। ছোটখাটো কিছু সক্ষমতা তাদের থাকতে পারে কিন্তু বড় ধরনের কিছু করার সক্ষমতা তাদের নেই।

ডিএমপি কমিশনারের সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়। এছাড়াও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় চীন, জাপান ও যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডররা নিহতদের সম্মানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও খবর

Sponsered content