প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২১ , ৩:২৫:১৩ প্রিন্ট সংস্করণ
মুনজুরুল ইসলাম নাহিদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘স্কলারশিপ ও ক্যারিয়ার’ বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৩ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় ক্লাবের ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়।
অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার সেলের পরিচালক ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, আইসিটি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আক্তারুজ্জামান বাবু আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম-আহ্বায়ক আশিকুর রহমান এবং সদস্য ফারজানা ইসলাম মাহি।
অনুষ্ঠানে বক্তারা একজন শিক্ষার্থীর ভালো ক্যারিয়ার গঠনের জন্য আত্মপ্রেরণা, কঠোর পরিশ্রম এবং কর্মজীবনে দলবদ্ধ হয়ে কাজ করার দক্ষতা অর্জনে উদ্বুদ্ধ করেন। এছাড়াও বক্তারা বিশ্বের খ্যাতিমান বিশ্ববিদ্যালয়গুলোতে কীভাবে স্কলারশিপের সুযোগ পাওয়া যায় সে সম্পর্কেও আলোকপাত করেন।