প্রতিনিধি ২৮ জুলাই ২০২১ , ৬:১২:১৩ প্রিন্ট সংস্করণ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাবের ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান সভাপতি ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা ইসলাম মাহি সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
বুধবার (২৮ জুলাই) দুপুরে সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২২ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি হুমায়ুন কবীর জীবন, যুগ্ম সম্পাদক রেদওয়ানুল ইসলাম ইমরান, সাংগঠনিক সম্পাদক রাসেল মুরাদ, সহকারী সাংগঠনিক সম্পাদক সুমাইয়া তাবাচ্ছুম অমি এবং কোষাধ্যক্ষ মুতাছিম বিল্লাহ রিয়াদ ও সহকারী কোষাধ্যক্ষ আখি আলমগীর। অফিস সম্পাদক তৌহিদ আহমেদ আসিফ, সহকারী অফিস সম্পাদক সাইফুল্লাহ মেহেদী, মিডিয়া এন্ড প্রেস সম্পাদক আযহার ইসলাম, সহকারী মিডিয়া সম্পাদক পল্লব আহমেদ সিয়াম।
এছাড়াও রয়েছেন আব্দুল্লাহ আল নোমান, ফাহিম মোসাদ্দেক, আখি খানম, আবু তালহা আকাশ, মোজাম্মেল হোসেন রুম্মান, তাহমিদ হাসান শোভন, আব্দুল করিম, আবু জাহিদ রাইহান, রিয়াজ হাসান রবিন ও শিহাব উদ্দীন।
উল্লেখ্য, “ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়্যার” স্লোগানকে সামনে রেখে ২০২০ সালের ১৭ অক্টোবর ক্লাবটি যাত্রা শুরু করে। শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সচেতনতা ও সার্বিক সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।