প্রতিনিধি ৮ আগস্ট ২০২০ , ৮:০১:৩৮ প্রিন্ট সংস্করণ
ইবি প্রতিনিধি : বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২০-২০২১ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শনিবার নব মনোনীত শাখা সভাপতি আশিকুর রহমান ও সম্পাদক এস এ এইচ ওয়ালীউল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিভিন্ন পদে দায়িত্ব পাওয়া কমিটির সদস্যরা হলেন, সহ-সভাপতি রাশেদ আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক হোসনেয়ারা খাতুন, সাংগঠনিক সম্পাদক আবু তালহা আকাশ, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, অর্থ সম্পাদক ফুয়াদ হাসান, দপ্তর সম্পাদক নাজমুস সাকিব, উপ-দপ্তর সম্পাদক মাইদুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অনিল মাে. মােমিন, সাহিত্য ও প্রচার সম্পাদক শ্যামলী তানজিন অনু। উল্লেখ, গত বৃহস্পতিবার ব্যাবস্থাপনা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমানকে সভাপতি ও আল-ফিকহ অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এস এ এইচ ওয়ালীউল্লাহকে সাধারণ সম্পাদক করে বিশ্ববিদ্যালয় শাখার দুই সদস্যের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ফোরাম।