প্রতিনিধি ৩১ মার্চ ২০২৪ , ৮:০৬:৩৪ প্রিন্ট সংস্করণ
দশ হাজার ইয়াবা জব্দের মামলায় একটি পিকআপভ্যানের চালককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। রোববার (৩১ মার্চ) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ইব্রাহিত খলিল (২৯)। একই মামলায় খালাস পেয়েছেন তার সহকারী একই এলাকার মো. হালিম (৩৬)।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২১ এপ্রিল রাত ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন-মুরাদপুর সড়কের রউফাবাদ এলাকায় র্যাবের চেকপোস্টে পিকআপটি তল্লাশির মুখে পড়ে।
এ সময় গাড়ি ফেলে চালক ইব্রাহিম খলিল ও সহকারী হালিম পালিয়ে যাচ্ছিলেন। র্যাব সদস্যরা দুজনকে ধাওয়া দেন। ইব্রাহিম আটক হলেও হালিম পালিয়ে যান।