প্রতিনিধি ১৭ জুন ২০২৫ , ৬:২০:২৩ প্রিন্ট সংস্করণ
ইরানের মধ্যাঞ্চলের শহর ইস্পাহানে একটি তল্লাশি চৌকিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
মঙ্গলবার (১৭ জুন) সকালে ইরানের সংবাদ সংস্থা মেহের-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
তাসনিম ও আইএসএনএ সংবাদ সংস্থাও নিহতদের খবর জানিয়েছে, তবে তারা বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি।
আল জাজিরা বলেছে, ইরানে ইসরায়েলের চলমান হামলায় ২২৮ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের মধ্যে অন্তত ৭০ জন নারী ও শিশু।