প্রতিনিধি ২১ মে ২০২১ , ৫:৫৪:২১ প্রিন্ট সংস্করণ
এ প্রসঙ্গে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেন, ড্রোনটি আকৃতিতে অনেক বড়। এই ড্রোনটির মাধ্যমে ইরানের সামরিক কৌশলে বেশ পরিবর্তন আসবে। তাছাড়া শক্তিও বেড়ে যাবে বহুগুণ।
জানা গেছে ড্রোনটি টানা ৩৫ ঘন্টা আকাশে উড়তে সক্ষম। একসাথে ১৩টি বোমা নিয়ে আঘাত হানতে পারে ৫০০ কিলোমিটার দূরে গিয়ে। এছাড়া প্রায় ৩৫ হাজার ফুট ওপর দিয়েও উড়তে পারে এটি। আগামী কয়েক মাসের মধ্যেই এই ড্রোনের কয়েক পরীক্ষা সম্পন্ন করে তা সামরিক বাহিনীতে যুক্ত করা হবে।
গাজায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের শর্ত মেনে দখলদার ইসরাইল যুদ্ধ বন্ধ করার দিনই ইরান গাজা নামের এই ড্রোন উন্মোচন করল। ইরান প্রথম থেকেই ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে।
সূত্র: পার্স টুডে