প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৪ , ৫:১৭:২৯ প্রিন্ট সংস্করণ
ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ও উগ্রবাদি সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে বাউফল ঈমাম পরিষদের ব্যানারে বাউফল পৌরসভার গোলাবাড়ি এলাকার শাহী জামে মসজিদের সামনে থেকে ওই বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাউফল পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওলানা মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম, ধানদী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. হাবিবুল্লাহ, মাহী জামে মসজিদের খতিব মাওলানা মো. আবদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ভারত সরকার বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। যেখানে ভয়েস অব আমেরিকার জরিপে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি নিরাপত্তা আছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এরপরেও ভারতের অধিকাংশ গণমাধ্যম মনগড়া ও ভুল তথ্য দিয়ে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে, বাংলাদেশের পতাকাকে অবমানিত করেছে। ভারত সরকার উগ্রবাদি সংগঠন ইসকনকে লেলিয়ে দিয়ে বাংলাদেশের হিন্দু,মুসলমানসহ সব ধর্মের মানুষের মধ্যে সহাবস্থান, ভ্রাতৃত্ব, সৌহার্দ ও শান্তিপূর্ণ সম্পর্ককে বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। চট্রগ্রামে আইনজীবী মো. সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে। এ কারণে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বক্তারা ভারতের সঙ্গে করা দুই দেশের অসম চুক্তিগুলোও বাতিলের দাবি জানান।