চট্টগ্রাম

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ

  প্রতিনিধি ২০ মার্চ ২০২৫ , ৮:০১:০৩ প্রিন্ট সংস্করণ

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বর্বর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর দেড়টায় আন্দরকিল্লা জামে মসজিদ উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর বিক্ষোভ মিছিল চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে মিলিত হয়েছে।

বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসেই গাজায় ইসরায়েলি বাহিনীর আবারো গণহত্যা শুরু করেছে। মানবতার দুশমন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ ৪ শতাধিক লোককে হত্যা করেছে। রাতের অন্ধকারে ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনগণের ওপর ইসরাইলের বর্বর আক্রমণ পরিকল্পিত গণহত্যা। যা বিশ্ব মানবতার জন্য লজ্জাজনক। অবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করে সেখানকার মুসলমানদের অধিকার পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে দিয়ে তার সুরক্ষাও নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রয়োজন হলে আবার বদর সংগঠিত হবে, ইহুদিবাদ নিপাত যাবে। তিনি অবিলম্বে ইসরায়েলি বাহিনীর শাস্তি নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার ও মুহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, আবু বকর ছিদ্দিক, হামেদ হাসান ইলাহী, আমির হোসাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমি, চকবাজার থানা আমীর আহমেদ খালেদুল আনোয়ার, চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাইল

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ১০ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

উল্লেখ, ১৭ রমজান (১৮ মার্চ) ঐতিহাসিক বদর দিবসের সেহেরির সময় ফিলিস্তিনের গাজায় হামলা করে প্রায় সাড়ে চারশত মানুষকে হত্যা করেছে ইসরায়েল। পরবর্তী ৪৮ ঘণ্টালয় ৯৭০ জনকে খুন করা হয়েছে। গতকাল (১৯ মার্চ) ইফতারের পূর্বে হামলা করে ত্রাণকর্মীদের পর্যন্ত হত্যা করেছে। আজকে (২০ মার্চ) সেহেরির সময়ও ৭১ জন খুন করার তথ্য দিয়েছে আল-জাজিরা। বিগত তিন দিনে প্রায় ১১শ’ সহ অক্টোবর ২০২৩ থেকে প্রায় পঞ্চাশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

আরও খবর

Sponsered content