প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৪ , ৪:৩৬:৩২ প্রিন্ট সংস্করণ
সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একজন কর্মকর্তা নিহত এবং অন্যরা আহত হয়েছেন। আজ শনিবার দামেস্কে বহুতল একটি ভবনে এ বিমান হামলার ঘটনা ঘটে বলে সিরিয়াপন্থী জোটের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
সূত্রটি বলেছে, বহুতল ভবনটি সিরিয়ার সরকারকে সমর্থনকারী ইরানি উপদেষ্টারা ব্যবহার করছিলেন। বিমান হামলায় ভবনটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
এর আগে, গতমাসে সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় আইআরজিসি’র জ্যেষ্ঠ কমান্ডার সাইদ রাজি মৌসাভি নিহত হোন। সিরিয়া ও ইরানের মধ্যকার সামরিক জোটের সমন্বয়কের দায়িত্বে ছিলেন মৌসাভি। আইআরজিসি’র এক অভিজ্ঞ সামরিক উপদেষ্টাও ছিলেন তিনি।
এর প্রতিক্রিয়ায় গত সপ্তাহে, ইরাকের কুর্দি অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে প্রেসিডেন্ট বাশার আল–আসাদের সরকারকে সমর্থন দিয়ে আসছে ইরান। অপর দিকে ইরান–সমর্থিত আসাদ সরকারকে হটাতে সিরিয়ায় প্রায়ই বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।