প্রতিনিধি ২ নভেম্বর ২০২৪ , ৩:০১:২০ প্রিন্ট সংস্করণ
ইসরায়েরের মধ্যাঞ্চলীয় শ্যারন জেলার তিরা শহরে ড্রোন হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, “শনিবার ভোরের দিকে তিরা শহরের আকাশে তিনটি ড্রোন শনাক্ত করা হয়। ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে দু’টিকে আঘাত হানার আগেই ধ্বংস করা গেছে, কিন্তু বাকি একটিকে (ধ্বংস করা সম্ভব) হয়নি। সেটির আঘাতেই এই আহত হয়েছেন এই ১৯ জন।”
পরে ইরাকভিত্তিক সশস্ত্র ইসলামি গোষ্ঠী দ্য ইসলামিক রেসিসট্যান্স এই হামলার দায় স্বীকার করে বলেছে, মধ্য ও উত্তর ইসরায়েলের গুরুত্বপর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এই ড্রোনগুলো নিক্ষেপ করা হয়েছিল।
ইরাকে সক্রিয় দ্য ইসলামিক রেসিসট্যান্স ইরানের সমর্থন ও মদতপুষ্ট একটি গোষ্ঠী। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইরানের সমর্থন ও মদতপুষ্ট। এই দুই গোষ্ঠীর বিরুদ্ধে গত এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ করছে ইসরায়েল।
হিজবুল্লাহ এবং হামাসকে দমনে ইসরায়েল যে অভিযান চালাচ্ছে, তার প্রতিক্রিয়াতেই এই ড্রোন হাশলা চালানো হয়েছে বলে ধারণা করছেন রাজনীতি বিশ্লেষকরা।
সূত্র : রয়টার্স