প্রতিনিধি ১৯ আগস্ট ২০২০ , ৭:৩৩:৪৯ প্রিন্ট সংস্করণ
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এ ¯েøাগানে জামালপুরের ইসলামপুরে বন্যার্ত কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রিয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। গত মঙ্গলবার দুপুরে সরকারি ইসলামপুর কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ৫ শত কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়। সার ও বীজ বিতরণের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামপুর উপজেলা কৃষকলীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। জাতীয় কমিটি কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ শফিকুর রহমান শিবলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল, জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা। এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ বিটু, জামালপুর জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক হুরমুছ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবলুসহ আরও অনেকেই।