ময়মনসিংহ

ইসলামপুরে নবাগত ইউএনও কে বরণ

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২০ , ৭:২০:৫৭ প্রিন্ট সংস্করণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামকে বরণ করে নেয়া হয়েছে। উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাব আয়োজিত সোমবার রাতে অফিসার্স ক্লাব মাঠে বরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব মো. ফরিদুল হক খান দুলাল। এ সময় আরো বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এ এ এম আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন আহমেদ, মাকছুদুর রহমান আনছারী, শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর, সাধারন সম্পাদক অংকন কর্মকার প্রমূখ। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল আব্দুল নাছের চৌধুরী চার্লেস ও উপজেলা প্রকৌশলী আমিনুল হকের সঞ্চালনায় এত উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যানগণ, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজনরা বক্তব্য রাখেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা মাজহারুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।

আরও খবর

Sponsered content