প্রতিনিধি ২৮ জুলাই ২০২০ , ৭:৩৫:০৮ প্রিন্ট সংস্করণ
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে চন্দনপুর এলাকায় বন্যার পানিতে ব্রীজ ভেঙ্গে যান চলাচল ব্যাহত হচ্ছে। উপজেলার ১০ নং গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর এলাকায় গত বুধবার বন্যার পানিতে ব্রীজটি ভেঙ্গে পড়লেও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা এলজিইডির পক্ষ থেকে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এতে চরম ভোগান্তিতে রয়েছে ইসলামপুর ও ঝগড়ারচরের কয়েক হাজার মানুষ। বাঁশ ও কাঠ দিয়ে পারাপারের ব্যবস্থা করা হলেও ঝুঁকিতে রয়েছে ব্রীজটি। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। ধসে পড়ছে পাড়ের মাটি। এলাকাবাসীর ক্ষোভ, গত বুধবার ব্রীজটি ভেঙ্গে পড়লেও এখন পর্যন্ত মেরামতের কোন ব্যবস্থা করা হয়নি। ঝুঁকি নিয়ে আমরা রাস্তা পারাপার হচ্ছি। অত্র ইউনিয়নের চেয়ারম্যানে সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বিষয়টি উপজেলা এলজিইডি অফিসে জানিয়েছি। তারা এখন পর্যন্ত আমাকে কোন ব্যবস্থা গ্রহণের জন্য বলেনি। উল্লেখ্য গত এক মাস ধরে যমুনা-ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদ-নদীর পানি হ্রাস বৃদ্ধির ফলে চরম দুর্ভোগে পড়েছে বানভাসী এলাকার মানুষ। ইসলামপুর পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বানভাসী মানুষ তাদের পরিবার পরিজন, গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন উচু রাস্তা ও বাঁধে আশ্রয় নিয়েছে।