দেশজুড়ে

ইসলামপুরে ৯৮ বস্তা সরকারি চাল উদ্ধার

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২০ , ৬:৩৫:৫৬ প্রিন্ট সংস্করণ

জামালপুরের ইসলামপুরে যৌথ মালিকানাধীন এক গুদাম থেকে ৯৮ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ রবিবার (১৯শে এপ্রিল) দুপুরে চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজারে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।
 
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজারে মোয়াজ্জেম হোসেন এবং মোশারফ হোসেনের যৌথ মালিকানাধীন গুদামে অভিযান চালানো হয়।

এ সময় ওই দুজনের গুদাম ঘরে ৯৮টি বিভিন্ন বস্তায় ভর্তি ৪ হাজার ৮৫০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়, তবে গুদামের মালিকদের পাওয়া যায়নি। এ ঘটনায় ওই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

অভিযুক্ত দুজনের মধ্যে মোয়াজ্জেম হোসেন চিনাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সহ-সভাপতি এবং মোশারফ হোসেন আওয়ামী লীগের সদস্য।

আরও খবর

Sponsered content