ময়মনসিংহ

ইসলামপুর উপ-নির্বাচনে নৌকার জয়

  প্রতিনিধি ১১ অক্টোবর ২০২০ , ৪:৩১:৩৫ প্রিন্ট সংস্করণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. সুরুজ্জামান জয়ী হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে রিটার্নিং অফিসার ও ইসলামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছাঃ হোসনে আরা তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। সুরুজ্জামান নৌকা প্রতীকে ৩ হাজার ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাদল ( মোটর সাইকেল) পেয়েছেন ২ হাজার ১৪৭ ভোট।

অপর দিকে বেলগাছা ইউনিয়ন ৭নং ওয়ার্ডের মো.মতিন প্রমানিক (মোরগ) ৫১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এর আগে সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোট গ্রহণ চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. শাহজামাল ( আনারস) পেয়েছেন ৯৮৭ ভোট, বিএনপি প্রার্থী মো. মনির আহমেদ (ধানের শীষ) ৩৬১ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুর রহমান (টেলিফোন) ১২৪ ভোট পেয়েছেন।

আরও খবর

Sponsered content