প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২১ , ৪:২৯:৫৮ প্রিন্ট সংস্করণ
ই-অরেঞ্জের মূল হোতা সোহেলকে দেশে ফিরিয়ে এনে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার দাবিতে আন্দোলন করছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হয়। বিভিন্ন জেলা থেকে ভুক্তভোগীরা এসে আন্দোলনে অংশ নিয়েছেন।
বক্তারা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা যেন দ্রুত সুরাহার ব্যবস্থা করে দেয়। আমাদের একটাই দাবি আমাদের টাকা ফেরত দেওয়া হোক। টাকা না পাওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো।
জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই আন্দোলন কর্মসূচি এখনও চলছে।