বিনোদন

ঈদে আসছে ‘জমজ ১৪’, এবার চার‍টি চরিত্রে মোশাররফ করিম

  প্রতিনিধি ৮ মে ২০২১ , ৬:২৮:০০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

নন্দিত অভিনেতা মোশাররফ করিম অীভনীত বেশ কিছু সিরিজই তুমুল জনপ্রিয়তা পেয়েছে। তারমধ্যে অন্যতম ‘জমজ’ নামের নাটকটি। এখানে তিনটি চরিত্রে দেখা যায় এই অভিনেতাকে৷ বৃদ্ধ বাবা, দুই যুবক মোশাররফ করিমের হাস্যরসে মুগ্ধ দর্শক।

সাফল্যের পাখায় ভর করেই এই সিরিজটির ১৩ পর্ব প্রচার হয়েছে তুমুল দর্শকপ্রিয়তা নিয়ে। আসছে রোজা ঈদে প্রচার হবে ‘জমজ ১৪’।

চমকপ্রদ খবর হলো নাটকটিতে আগের সিক্যুয়েলে তিনটি চরিত্রে দেখা গেছে মোশাররফ করিমকে। কিন্তু নতুন সিক্যুয়েলে চারটি চরিত্রে হাজির হবেন এই অভিনেতা। বিষয়টি জানিয়েছেন নাটকটির নির্মাতা আজাদ কালাম।

‘যমজ ১৪’ রচনা করেছেন অভিনেতা-নির্মাতা কচি খন্দকার। এতে অভিনয়ও করছেন তিনি। লকডাউনের আগে গাজীপুরের পুবাইলে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়।

আরও নতুন খবর হলো ‘যমজ-১৪’ নাটকে যুক্ত হয়েছেন অভিনেত্রী সারিকা। এতে তাকে জবা চরিত্রে দেখা যাবে।

আরটিভিতে ঈদের চতুর্থ দিন রাত ৮টা ৩০ মিনিটে দেখা যাবে নাটকটি।