প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২০ , ৭:৩০:৪৫ প্রিন্ট সংস্করণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় ও ঈশ্বরগঞ্জ ইউনিয়নের ১নং মহিলা সংরক্ষিত সদস্য এবং মগটুলা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পদটি মৃত্যু জনিত শূন্য হওয়ায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশন, নির্বাচন সচিবালয়ের কমিশন কর্তৃক ১৪ সেপ্টেম্বও রোজ সোমবার উপ-নির্বাচনের পত্র জারি করেন। সে লক্ষ্যে ঈশ্বরগঞ্জ উপজেলায় ৩টি শূন্য পদে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ: ২৩ সেপ্টেম্বও। রির্টানিং অফিসার কর্তৃক বাচাইয়ের শেষ তারিখ: ২৬ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারে শেষ তারিখ ৩ অক্টোবর, ২৩ অক্টোবর উপ-নির্বাচনের ভোট গ্রহনের তারিখ ঘোষনা করা হয়। উল্লেখ্য যে, আঠারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির মৃত্যু বরণ করায় ও মগটুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবু সাঈদ (আবুল) এবং ঈশ্বরগঞ্জ ইউনিয়নের ১নং মহিলা সংরক্ষিত পদটি শূন্য হওয়ায় উপ-নির্বাচন হতে যাচ্ছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থী-কে ভোট দিয়ে নির্বাচিত করবে। উপ-নির্বাচন খুবই আলোচিত হবে বলে প্রতিনিধিকে জানায় ভোটাররা।