প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২০ , ২:১১:৩৮ প্রিন্ট সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে ঈদে মিলাদুন্নবী ও ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (স:) নিয়ে কার্টুনচিত্র করে কুটুক্তির প্রতিবাদে র্যালি ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। র্যালিতে নেতৃত্ব দেন মুফতি মাওলানা আবুল খায়ের রিজভী।
শুক্রবার সকালে ঈশ্বরদী শহরের প্রধান প্রধান সড়ক হয়ে, মাহাবুব আলী খান স্মৃতি মঞ্চে দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়। র্যালিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন ফ্যাস্টুন প্রদর্শন করা হয়। একই সাথে ফান্সের কুটুক্তির প্রতিবাদে সেøাগান দেওয়া হয়। এমনকি ফ্রান্স সরকারের বিরুদ্ধে নানারকম হুঁশিয়ারি দেন র্যালিতে অংশগ্রহণকারীরা ধর্মপ্রাণ মানুষ।