রাজশাহী

ঈশ্বরদীতে পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২০ , ৪:৪৪:৪৯ প্রিন্ট সংস্করণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

ঈশ্বরদী কেন্দ্রীয় শহীদ মিনারে তারুণ্য ’৭১ এর উদ্যোগে পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। যাদের ঘরে খাবার নেই এমনি অসহায় মানুষ, পথশিশু, দরিদ্র, খেটে খাওয়া মানুষ, যাদের আয় নেই এসব মানুষের জন্য একবেলা খাবার তুলে দেয়ার মাধ্যমে ঈশ্বরদীর স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য-৭১ এর আত্মপ্রকাশ ঘটে। রোববার খাবার বিতরনের মাধ্যমে এ মানবিক কর্মসূচি শুরু হল। এর আগে ঈশ্বরদী বাস টার্মিনালের কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঈশ্বরদী নাগরিক কমিটির সদস্য সচিব ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ, সিনিয়র সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম শামিম, বিনা পয়সার পাঠশালা খ্যাত সাদা মনের মানুষ শিক্ষক তাহেরুল ইসলাম, সংগঠনের আহবায়ক সোহানুর রহমান, সদস্য রিয়াদ ইসলাম ও সাজিফ মাহমুদ মিথুন প্রমুখ।

আরও খবর

Sponsered content