দেশজুড়ে

উজিরপুরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলে এক কিশোরী

  প্রতিনিধি ১২ মে ২০২০ , ৮:১২:২০ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের জয়শ্রী গ্রামে কিশোরী কন্যাটি (১২) সোমবার রাত ৮টার দিকে উজিরপুর  পুলিশের অভিযানে পন্ড হয়ে গেছে বাল্যবিয়ে ঘটনায় পাত্র শাহিন মল্লিক  তার সহযোগী শিপলু বিয়ের ঘটক হানিফকে পুলিশ আটক করলেও পরদিন মঙ্গলবার  মুচলেকা রেখে আটককৃতদের ছেড়ে দেয়

পুলিশ স্থানীয় সুত্রে জানাগেছে, সোমবার রাতে উজিরপুর উপজেলার জয়শ্রী মজিদ ভূইয়ার মালিকানাধীন জয় অটো রাইস মিলের লেবার সরর্দার পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র সন্তানের জনক শাহিন মল্লিক (৩৫) তার সাথে  উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের দরিদ্র ভ্যান চালক মামুনের কন্যা (১২) বিয়ের অনুষ্ঠান চলছিলো থানা পুলিশ খবর পেয়ে বাল্যবিয়ে বন্ধ করে দয়ে

মিল মালিক মজিদ ভুইয়ার পুত্র নজরুলের জিন্মায় তার মিল শ্রমীক শাহিন মল্লিক শিপলুকে পুলিশ অটক করে থানায় নিয়ে আসে

এব্যাপরে উজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল আহসান বলেন, মঙ্গলবার সকালে মেয়ের বাবা মামুন তার মেয়ের ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন এবং অটককৃতদের কাছথেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে

আরও খবর

Sponsered content