দেশজুড়ে

উজিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২০ , ৪:৫৩:৩৫ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের উজিরপুরে জাতীয়তাবাদী বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বর্তমান সরকারের অধীনে ভোট কারচুপির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মাজেদ তালুকদার মন্নান মাষ্টার।

সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান প্রমুখ।

আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বিএনপি কার্যালয় থেকে শুরু করে ডাকবাংলা চত্তরে শেষ হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা পনির খান, মনিরুজ্জামান মন্টু, উপজেলা ছাত্রদল সভাপতি সাহাবুদ্দিন আকন সাবু সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।

আরও খবর

Sponsered content