দেশজুড়ে

উজিরপুরে সেই পাগলীনির সন্তান অবশেষে ঠাই হলো বেবী হোমে

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২০ , ৭:৪০:৪৭ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি:  বরিশালের উজিরপুরে রাস্তার পাশে জন্ম নেওয়া সেই পাগলীনির পুত্র সন্তান  আরস ইসলাম (৩দিন) অবশেষে ঠাই হলো সরকারী বেবী হোমে। মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত জেলার আগৈলঝারা উপজেলার গৈলা বেবী হোমে পৌছে দিয়েছেন উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকারা।
উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুলকালাম আজাদ জানান, ১২ এপ্রিল ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের সোনার বাংলা নামক স্থানে ভোরে রাস্তার পাশে  এক পাগলীর একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম নেয়। স্থানীয়রা তাৎক্ষনিক এর নাম রাখেন আরস ইসলাম। প্রশাসনের হস্তক্ষেপে মা ও ছেলেকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ২দিন পর মঙ্গলবার শিশুটিকে  আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বেবী হোমের তত্ত¡াবধায়ক সুশান্ত বালা কাছে হস্থান্ত্রর করা হয়েছে।  
আগৈলঝাড়া উপজেলা বেবী হোমের তত্ত¡াবধায়ক সুশান্ত বালা জানান, উজিরপুরে জন্ম নেওয়া সেই পাগলীনির পুত্র সন্তানটি আমরা বেবী হোমে মাতৃ ¯েœহে লালন পালন করা হবে। #