প্রতিনিধি ২৩ মে ২০২০ , ৬:০৪:০৩ প্রিন্ট সংস্করণ
এসএম ওমর আলী সানি, আগৈলঝাড়া (বরিশাল) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী ঈদুল ফিতর উপলক্ষে প্রতিটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের অর্থ সহায়তার অংশ হিসেবে বরিশালের উজিরপুর উপজেলার ৫শত ৩৩টি মসজিদে অর্থ সহায়তার টাকা বিতরণ করেন স্থানীয় এমপি মো.শাহ আলম। শনিবার সকালে উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে বসে উজিরপুর উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫শত ৩৩টি মসজিদের প্রতিটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের দেওয়া সরকারের নগদ অর্থের ৫হাজার টাকা করে ২৬লক্ষ ৬৫হাজার টাকা বিতরণ করেন বরিশাল–২ আসনের এমপি মো.শাহ আলম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আ.মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস, পৌরমেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো.গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য এসএম জামাল হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী ঈদুল ফিতর ও রমজান মাস উপলক্ষে প্রতিটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের অর্থ সহায়তা করা হবে। তার অংশ হিসেবে সরকার থেকে দেওয়া সেই অর্থ প্রতিটি মসজিদে বিতরণ করেন স্থানীয় এমপি মো.শাহ আলম। উজিরপুর উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫শত ৩৩টি মসজিদে ২৬লক্ষ ৬৫হাজার টাকা বিতরণ করা হয়েছে।