Uncategorized

উপজেলা পরিষদের উপ-নির্বাচন শরণখোলায় নৌকার পক্ষে ঐক্যবদ্ধ আ’লীগ

  প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২০ , ৭:১৩:৩২ প্রিন্ট সংস্করণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়েছে আ’লীগ। এই লক্ষ্যে সোমবার দলের এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক, খুলনা অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ কামরুজ্জামান টুকু। প্রধান অতিথি তার বক্তব্যে সভায় উপস্থিত নেতাকর্মীদের অতীতের সকল ক্ষোভ-অভিমান ভুলে দলের প্রার্থী রায়হান উদ্দিন শান্তর পক্ষে কাজ করার আহবান জানিয়ে বলেন, নৌকা একক কোনো প্রার্থীর নয়, নৌকা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার, নৌকা বাংলাদেশ আ’লীগের। নৌকা হেরে গেলে আমরা সবাই হেরে যাই। তাই নৌকা যাতে না হারে সেবিষয়টি সবার মাথায় রাখতে হবে। উপজেলা আ’লীগের জ্যেষ্ঠ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠিত এ যৌথ সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন আ’লীগ নেতা এমএ রশিদ আকন, এম সাইফুল ইসলাম খোকন, আব্দুল হক হায়দার, এমএ খালেক খান, হেমায়েত উদ্দিন বাদশা, আবু জাফর জব্বার, সাব্বির আহম্মেদ মুক্তা, গোলাম মোস্তফা মধু, শাহজাহান বাদল জমাদ্দার, শ্রমিকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদিন, আসাদুজ্জামান মিলন, মইনুল ইসলাম টিপু, কৃষকলীগের সম্পাদক আলমগীর তালুকদার, মহিলা আওয়ামীলীগের সম্পাদক রিনা আক্তার সাগর, সেচ্ছাসেবকলীগের আহবায়ক রোকনুজ্জামান বিপ্লব, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান স্বপন, তাঁতিলীগের সভাপতি জিয়াউল তালুকদার, ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম জীবন প্রমূখ।
বক্তারাসহ সভায় উপস্থিত সকল নেতাকর্মী শেখ হাসিনার মনোনিত নৌকার প্রার্থী রায়হান উদ্দিন শান্তর বিজয় নিশ্চিক করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা শেষে প্রধানমন্ত্রী চাচি ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা’ বেগম রাজিয়া নাসেরের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।