চট্টগ্রাম

উপজেলা যুবদলের আহ্বায়কের অফিস থেকে কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য আটক

  প্রতিনিধি ২২ মে ২০২৫ , ৭:৩১:১৩ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিনের অফিস থেকে কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য সাইদুল ইসলাম সুমন কে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। 

বুধবার ( ২১ মে) রাত সাড়ে ১১ টার সময় উপজেলার বড়তাকিয়া বাজার ওই যুবদল নেতার ব্যক্তিগত দলিয় কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইদুল ইসলাম সুমন একটি প্রাইভেটকার যোগে মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিনের বড়তাকিয়া কার্যালয়ে আসেন রাত ১০ টার দিকে। তার গাড়ি যুবদল নেতা কামালের গাড়ির পাশেই পার্ক করে কার্যালয়ের ৩য় তলায় কামালের সাথে দেখা করতে যান। তারা সেখানে প্রায় ৩০ মিনিট অবস্থান করেন। কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার সাথে উপজেলা যুবদলের আহ্বায়কের রুদ্ধদ্বার বৈঠকের খবর স্থানীয়রা পুলিশ প্রশাসন ও মিড়িয়ার লোকজনকে ফোনে অবহিত করে ও কার্যালয় টি চারপাশ থেকে ঘেরাও করে রাখে। মিড়িয়ার কোন লোক ঘটনাস্থলে না গেলেও মিরসরাই থানা পুলিশের সেকেন্ড অফিসার শহীদুল্লাহ আলমামুন ও এসআই শাহ জালাল সঙিয় ফোর্স নিয়ে ওই যুবদল নেতার কার্যালয়ে উপস্থিত হন। সেখান থেকে রাত সাড়ে ১০টায় আটক করা হয় কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য সাইদুল ইসলাম সুমন কে। তাকে থানায় নিয়ে আসার পর মিরসরাই থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান রাত ১১ টায় তাকে আটকের বিষয়টি সংবাদকর্মিদের নিশ্চিত করেন‌। কিন্তু যুবদল নেতার কার্যালয থেকে আটকের বিষয়টি এডিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায় মিড়িয়ার লোকদের আটকের বিষয়টি লাইভ করার জন্য একাধিক সাংবাদিক নেতাকে অনুরোধ করা হলেও তারা ঘটনাস্থলে আসেন নাই। পরে দেখি তারা প্রচার করছেন গাড়ি তল্লাশি করে তাকে আটক করা হয়েছে।

আটক অভিযানে অংশ গ্রহণ করা এসআই শাহজালাল বলেন, আমরা কোন গাড়ি থেকে তাকে আটক করি নাই। তার গাড়ি কোথায় ছিল সেটাও দেখি নাই। তবে অর্থনৈতিক অঞ্চলের প্রবেশ ধারে একটি ৩ তলা বিল্ডিং থেকে তাকে আটক করা হয়েছে ওটা কার অফিস কিসের অফিস আমরা জানি না। 

মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন বলেন, বিষয়টি সম্পর্কে আমি জানিনা। ছাত্রলীগের সাথে আমার কোন সম্পর্ক নাই। এখন কেউ যদি প্রমাণ মান দিতে পারে আমার কার্যালয় থেকে তাকে আটক করেছে তাই লিখবেন এতে আমার কিছু করার নাই। 

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মো. জসিম উদ্দিন বলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামালের অফিস থেকে ছাত্রলীগ নেতা আটকের বিষয়টি বিভিন্ন ভাবে জানতে পেরেছি। কিন্তু দলিয় ভাবে লিখিত কোন অভিযোগ পাই নাই। লিখিত অভিযোগ পেলে তাকে তলব করা হবে।

আরও খবর

Sponsered content